MMonir Trainer 2 years ago |
স্বপ্ন তিন প্রকার..
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
الرُّؤْيَا ثَلاَثٌ
স্বপ্ন তিন প্রকারঃ
فَرُؤْيَا حَقٌّ
(১) সত্য স্বপ্ন.
وَرُؤْيَا يُحَدِّثُ بِهَا الرَّجُلُ نَفْسَهُ
(২) বান্দার মনের চিন্ত-ভাবনা (যা চিন্তা করে তাই স্বপ্নে দেখে) ও
وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ
(৩) শাইতানের পক্ষ হতে ভীতি প্রদর্শনমূলক কিছু।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২৮০
এক.
ভালো স্বপ্ন সুসংবাদ বহনকারী,
أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি।
لَمْ يَبْقَ مِنْ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ قَالُوا وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ الرُّؤْيَا الصَّالِحَةُ
সু-সংবাদ বহনকারী বিষয়াদি ব্যতীত নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, সু-সংবাদ বহনকারী বিষয়াদি কী? তিনি বললেন, ভাল স্বপ্ন।
সহিহ বুখারী, হাদিস নং ৬৯৯০
দুই.
ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে,
খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে।
عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ أَبَا قَتَادَةَ الأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفُرْسَانِهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
আবূ ক্বাতাদাহ আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ:
যিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহাবী ও অশ্বারোহী যোদ্ধা ছিলেন। তিনি বলেন, আমি রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি,
الرُّؤْيَا مِنْ اللهِ
ভালো স্বপ্ন আল্লাহ্র তরফ থেকে
وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ
এবং খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে।
فَإِذَا حَلَمَ أَحَدُكُمْ الْحُلُمَ يَكْرَهُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ وَلْيَسْت
Alert message goes here